সারাদেশ

দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর মায়ের আত্মহত্যার চেষ্টা!

দুই সন্তানকে বিষ খাওয়ানোর পর মায়ের আত্মহত্যার চেষ্টা!

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:৩৯

সাতক্ষীরার কালিগঞ্জে দুই শিশু সন্তানকে বিষ দিয়ে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেছে তাদের মা। 

আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কালিকাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানায়, পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। আজ বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকায়, স্ত্রী রত্না খাতুন (৩০) তার দুই শিশু পুত্র মাহির (৫) ও আরিয়ান (৯ মাস) কে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। পরে প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে দ্রুত তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দুঃখজনকভাবে, চিকিৎসকেরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন। মায়ের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাকির হোসেন জানান, দুপুরে আসা দুই শিশুর মৃত্যু নিশ্চিত করি। মায়ের অবস্থাও আশঙ্কাজনক, তাকে চিকিৎসার জন্য উন্নত হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুই শিশুর চাচা আরিফুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল এবং সম্ভবত সেই কারণে তারা এই ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে। 

তিনি আরও বলেন, ঘরে থাকা কীটনাশক দিয়ে শিশুসন্তানদের খাওয়ানো এবং তারপর মায়ের নিজেও পান করা হতে পারে।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা শোকস্তব্ধ।