সারাদেশ

মির্জাপুরে ৪৬তম বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা

মির্জাপুরে ৪৬তম বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:৩৪

টাঙ্গাইল মির্জাপুরে ৪৬তম বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বুধবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে মেলার শুভ উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় ৪৬তম বিজ্ঞান মেলা উদ্বোধন করেন এ বি এম আরিফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন মির্জাপুর থানা ইনচার্জ মো. মোশারফ হোসেন, মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হরয়ত আলী মিয়া, জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলার শাখার নায়েবের আমীর মো. ইয়াহইয়া খান মারুফ সহ আরও অনেকেই।

বিকাল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কুইজ প্রতিযোগিতা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. কহিনুর রহমান, উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন সহ প্রশাসনের উচ্চতন কর্মকর্তাবৃন্দ।