সারাদেশ

দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে সমাবেশ

দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে সমাবেশ

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:১৭

পরিবেশ রক্ষায় আইনের প্রয়োগের পাশাপাশি জনগণের সচেতনতা বৃদ্ধি জরুরি। শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে পাঠ্যপুস্তকে পরিবেশ রক্ষার বিভিন্ন প্রবন্ধ অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা জানান বক্তারা।

রাজশাহীর বাঘায় আজ বুধবার (২৯ জানুয়ারি) সকালে আইডিয়াল স্কুল এন্ড কলেজে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও ভ্যারাসিটি সিডলিং কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আওয়াল, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, আইডিয়াল স্কুল এন্ড কলেজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরজ আলী, আহ্বায়ক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা উপজেলা শাখা, এবং প্রধান বক্তা ছিলেন ড. আব্দুস সালাম, সভাপতি, পরিবেশ আন্দোলন বাঘা পৌর শাখা।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বেনজির আহমেদ (বিপ্লব), সহ-সভাপতি, পরিবেশ আন্দোলন বাঘা পৌর শাখা, অপূর্ব কুমার সাহা, সাধারণ সম্পাদক, পরিবেশ আন্দোলন (বাপা) বাঘা পৌর শাখা, রানু আক্তারী, মহিলা সম্পাদক, পরিবেশ আন্দোলন বাঘা পৌর শাখা, উত্তম কুমার পাল, যুগ্ম আহ্বায়ক, পরিবেশ আন্দোলন বাঘা উপজেলা শাখা এবং মো. আবুল হাশেম, সভাপতি, নিউ বাঘা উপজেলা প্রেস ক্লাব।

প্রধান বক্তা ড. আব্দুস সালাম বলেন, পরিবেশের সমস্যা আজ বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, পরিবেশ বিপর্যয়ের ফলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সমুদ্রের উচ্চতা বাড়তে থাকলে দেশের এক-চতুর্থাংশ সমুদ্রগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। পরিবেশ দূষণ রোধে সচেতনতা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। 

তিনি আরও বলেন, শিশুদের পরিবেশ বিষয়ে সচেতন করা হলে তারা উন্নত জাতি হিসেবে গড়ে উঠবে এবং নিজেদের শহর ও দেশের পরিচ্ছন্নতা সম্পর্কে ছোটবেলা থেকেই সচেতন হবে। এজন্য পাঠ্যপুস্তকে পরিবেশ-বিষয়ক প্রবন্ধ অন্তর্ভুক্ত করা উচিত।

অপূর্ব কুমার সাহা বলেন, দেশে পরিবেশ সম্পর্কিত আইন রয়েছে, তবে সেগুলোর যথাযথ প্রয়োগ নেই। সেইসাথে জনগণ নিজেদের পরিবেশ সম্পর্কে সচেতন নয়।

বেনজির আহমেদ বিপ্লব বলেন, শুধুমাত্র আইন করে দূষণ রোধ সম্ভব হবে না। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। 

তিনি বলেন, যদি আমরা পাহাড় কাটতে না পারি এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলি, তাহলে পরিবেশ অনেকটাই রক্ষা করা সম্ভব হবে।