ছবি : নিজ নির্বাচনী এলাকায় শামা ওবায়েদ
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, শেখ হাসিনার সরকার দেশে একটি স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করেছে, যেখানে দলের ও পরিবারের সদস্যদেরই শুধুমাত্র সুযোগ দেয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মীরা চাকরি পাওয়ার জন্য ডিএনএ এবং রক্ত পরীক্ষা পর্যন্ত করানো হত।
বুধবার (২৯ জানুয়ারি) ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া জয়নদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ১৫ বছর ধরে দেশে একটি স্বৈরাচারী সরকার ক্ষমতায় ছিল। তারা শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ছাত্রলীগের তাণ্ডবের কারণে হাজার হাজার প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে।
তিনি আরো বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার খুবই কষ্ট হয় যে, আমাদের দেশের ছেলেমেয়েরা বই তৈরি করতে পারে না, আর অন্য দেশে সেই বই তৈরি হচ্ছে।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সরকারের সময়ে দেশের সাধারণ জনগণ, শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, রাজনীতিবিদ—সকলেই শাসকের রোষানলে পড়েছিলেন। কথা বললেই খুন, গুম ও নির্যাতন করা হয়েছে, বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন নতুন বাংলাদেশ গড়তে হবে, যেখানে আমাদের ভাই-বোনদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর এবং বিএনপি নেতা মো. জাহিদ হোসেন প্রমুখ।
মতামত