টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা ২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় শেরপুর জেলা পুলিশের মনোনীত সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় শেরপুর পুলিশ লাইন্স ব্যারাকের সামনে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা।
প্যারেডে অংশ নেওয়া পুলিশ সদস্যদের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বিশ্ব ইজতেমায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। তাই আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ব ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রতিটি সদস্যকে দায়িত্ব পালনের সময় ধৈর্য ও কৌশলগত মনোভাব বজায় রাখতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজর রাখতে হবে।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্ব ইজতেমার নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে শেরপুর জেলা পুলিশের এ উদ্যোগ ধর্মীয় সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মতামত