অপরাধ

ভোলায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলায় ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:২১

ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মঙ্গলবার রাতে ভোলা সদর মডেল থানার অন্তর্গত পৌরসভা ৮নং ওয়ার্ডের পৌর কাঠালী মিয়া বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আসাদুজ্জামান খান এবং তাঁর সংগীয় ফোর্স। অভিযানে মাদক ব্যবসায়ী মো. আজিম (২৫) এবং মো. সোহাগ (২৮)-কে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত মো. আজিম ভোলা পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত জাকির হোসেনের ছেলে, আর মো. সোহাগ উত্তর দিঘলদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. সিরাজ তালুকদারের ছেলে।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।