সারাদেশ

চেহারা শনাক্তকরণ বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পর্দানশীন নারীদের আন্দোলন

চেহারা শনাক্তকরণ বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পর্দানশীন নারীদের আন্দোলন

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:১৮

চাঁপাইনবাবগঞ্জে পর্দানশীন নারী সমাজের ব্যানারে তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুসাম্মদ তৌফিয়া খাতুন, আহমদ নুরজাহান মতি, সাহেরা খাতুনসহ অন্যান্য বক্তারা। তারা অভিযোগ করেন, বিগত ১৬ বছর ধরে কিছু সাবেক নির্বাচন কমিশন (ইসি) কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন, যা তাদের মানবাধিকার লঙ্ঘনের শামিল।

সমাবেশে বক্তারা বলেন, পর্দানশীন নারীদের ধর্মীয় ও গোপনীয়তার অধিকার রক্ষা করে দ্রুত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও শিক্ষা অধিকার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে পরিচয় শনাক্তকরণের ক্ষেত্রে বাধ্যতামূলক ছবি প্রদানের নিয়ম বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি চালুর দাবি জানান।

তারা আরও বলেন, পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় শুধুমাত্র নারী কর্মীদের নিয়োগ নিশ্চিত করতে হবে, যাতে তাদের গোপনীয়তা অক্ষুণ্ণ থাকে। পরে, এই তিন দফা দাবি বাস্তবায়নের জন্য জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।