অপরাধ

বিরামপুরে র‌্যাবের অভিযানে ১৩১ কেজি গাঁজাসহ দুইজন আটক

বিরামপুরে র‌্যাবের অভিযানে ১৩১ কেজি গাঁজাসহ দুইজন আটক

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:১৪ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:১৫

দিনাজপুরের বিরামপুরে র‌্যাবের বিশেষ অভিযানে ১৩১ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য উদ্ধার করে।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৯টার দিকে দিনাজপুরের বিরামপুরে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় বিরামপুর-দিনাজপুর মহাসড়কের ওপর একটি চেকপোস্ট স্থাপন করা হয়।

তল্লাশির সময় ছয় চাকার একটি ট্রাক আটক করা হয়। ট্রাকের পেছনের মালামাল বহনের অংশে প্লাস্টিকের তৈরি কার্টুনের নিচে পুরাতন ফিতার বোঝার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা চারটি পাটের বস্তা থেকে ১৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক বহনের অভিযোগে নেত্রকোনা সদর উপজেলার শ্রীপুরবালী গ্রামের মৃত সালেক মিয়ার ছেলে জলিল মিয়া (২৫) এবং ঝালকাঠির রাজাপুর উপজেলার চল্লিশ কাউনিয়া গ্রামের লাল মিয়ার ছেলে খোকন শরীফ (৪০)-কে আটক করা হয়।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।