সারাদেশ

ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, দুপুর ২:৪৪ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, দুপুর ২:৪৬

"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই; ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মোবাইল গেমস ছেড়ে খেলার মাঠে চল"—এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলায় ঐতিহ্যবাহী তারুণ্যের উৎসব ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা ব্যাডমিন্টন মাঠ প্রাঙ্গণে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদের দল চ্যাম্পিয়ন হয়, আর রফিকের দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা ক্রীড়া কমিটির আহ্বায়ক সৈয়দ ইউনুছ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবিএস মামুন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, শুধু চ্যাম্পিয়ন দলই নয়, রানার্সআপসহ সব অংশগ্রহণকারী দলকেও আন্তরিক অভিনন্দন জানাই। আমি নিশ্চিত, সবাই টুর্নামেন্টের সময়টা দারুণ উপভোগ করেছেন। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যদি সবার সহযোগিতা পাই।

ফাইনাল ম্যাচটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। খেলার শেষ মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়লেও দর্শকরা দারুণ আনন্দ উপভোগ করেন। টুর্নামেন্টের সফল সমাপ্তির মধ্য দিয়ে লংগদু উপজেলায় ক্রীড়া চর্চার নতুন মাত্রা যোগ হলো বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।