বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ১৫নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মো. ইউসুফ আলী, কামরুজ্জামান মুক্ত ও মো. রিপন শেখ সঞ্চালনার দায়িত্ব পালন করেন, আর সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বিলায়েত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক চাইনিজ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট গোলাম কবির, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট মো. সোলাইমান বিশু, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সানোয়ার জাহান ও পৌর বিএনপির সদস্য সচিব এ এইচ এম এম জামাল বাচ্চু।
বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের কার্যকলাপ নিয়ে সমালোচনা করেন।
জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক বলেন, শেখ হাসিনা ৪৫ মিনিটের নোটিশে দেশ ত্যাগ করেছেন।
অন্যদিকে, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, দল আর আগের মতো চলবে না, এখন থেকে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হবে। দলে বিভক্তি সৃষ্টি করা যাবে না, ধানের শীষের প্রতীক যাকে দেওয়া হবে, সবাই তাকেই সমর্থন জানাবে।
সম্মেলনে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দলকে আরও সংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।
মতামত