সারাদেশ

নওগাঁয় পর্দাশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন

নওগাঁয় পর্দাশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পরিচয় যাচাইয়ের দাবিতে মানববন্ধন

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, সকাল ৯:০০

জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের ক্ষেত্রে চেহারার পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে নওগাঁ জেলা পর্দাশীল নারী সমাজ। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী নারীরা জানান, গত ১৬ বছর ধরে অসংখ্য পর্দাশীল নারী জাতীয় পরিচয়পত্র থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষা ও অন্যান্য নাগরিক সুবিধা থেকেও তারা বঞ্চিত হচ্ছেন, কারণ পরিচয় যাচাইয়ের জন্য তাদেরকে বেগানা পুরুষের সামনে চেহারা খুলতে বাধ্য করা হচ্ছে। যা তাদের ধর্মীয় ও ব্যক্তিগত গোপনীয়তার পরিপন্থী।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে হবে এবং পুরুষ কর্মকর্তার পরিবর্তে নারী সহকারী নিয়োগ দিতে হবে। 

এছাড়া বিগত ১৬ বছর ধরে যেসব নির্বাচন কর্মকর্তা পর্দাশীল নারীদের জাতীয় পরিচয়পত্র আটকে রেখেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা নির্বাচন অফিসার ও শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি জমা দেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার দ্রুত এই সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।