সারাদেশ

আলভী গ্রুপের মিডিয়া প্রতিষ্ঠানের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আলভী গ্রুপের মিডিয়া প্রতিষ্ঠানের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, সকাল ৮:৫৬

দেশের প্রথম তথ্য মন্ত্রণালয় অনুমোদিত আইপি টেলিভিশন মুভি বাংলা টেলিভিশন, দৈনিক আলোর সময় ও আওয়ার নিউজ ২৪-এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) সাভারের আমিনবাজারের কল্লোল রিসোর্টে দিনব্যাপী আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক, কলাকৌশলী ও কর্মীরা অংশগ্রহণ করেন।

প্রতিনিধি সম্মেলনে আলভী গ্রুপের চেয়ারম্যান গোলাম মুক্তাদীর আলভী বলেন, মুভি বাংলা টেলিভিশন কেবল বিনোদনের জন্য নয়, এটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। আমাদের কর্মীদের কঠোর পরিশ্রম ও দর্শকদের ভালোবাসাই এই সফলতার মূল চাবিকাঠি।

সম্মেলনে কর্মরত সাংবাদিক ও মিডিয়া কর্মীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, সাংস্কৃতিক পরিবেশনায় জমকালো আয়োজন উপভোগ করেন অংশগ্রহণকারীরা।

আলভী গ্রুপের মিডিয়া প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল সংবাদ প্রচার ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে জনগণকে সঠিক তথ্য ও বিনোদন পৌঁছে দেওয়ার প্রচেষ্টা ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনা ও মিডিয়া খাতের উন্নয়নে আরও কার্যকর উদ্যোগের আশাবাদ ব্যক্ত করা হয়।