সারাদেশ

নোয়াখালীতে রক্ত তরঙ্গের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং সম্পন্ন

নোয়াখালীতে রক্ত তরঙ্গের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং সম্পন্ন

প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৫, সকাল ৮:৫৪

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ২ নম্বর রামনারায়ণপুর ইউনিয়নের মল্লিকা দিঘিরপাড় সংলগ্ন খিলের বাড়ির দোকানের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন "রক্ত তরঙ্গ নোয়াখালী"-এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ২:৩০টা থেকে বিকেল ৫:৩০টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পেইনে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণের সুযোগ পেয়ে স্থানীয়রা বেশ আনন্দিত হয়েছেন।

সংগঠনের উদ্যোক্তারা জানান, বর্তমানে বিভিন্ন প্রয়োজনে রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রত্যন্ত এলাকার অনেক মানুষই এখনো তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত নন। এ কারণে মানুষকে সচেতন করতেই এই ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, “তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে অন্যের প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয় "রক্ত তরঙ্গ নোয়াখালী"। 

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা ১২৫০ ব্যাগের বেশি রক্তদান করেছেন। এছাড়া, বন্যার্তদের সহায়তা, মাদকবিরোধী সচেতনতা কর্মসূচি, খেলাধুলার আয়োজন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং অসহায় মানুষদের সহযোগিতাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

স্থানীয়দের মতে, এমন মহতী উদ্যোগ এলাকার মানুষকে রক্তদানে উৎসাহিত করবে এবং জরুরি প্রয়োজনে রক্তের অভাব দূর করতে সহায়ক হবে।