সারাদেশ

লংগদুতে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লংগদুতে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, রাত ৯:২৭

রাঙামাটির লংগদুতে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে লংগদু উপজেলা হর্টিকালচার সেন্টারের হলরুমে অনুষ্ঠিত এই কর্মসূচি ২০২৪-২৫ অর্থবছরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।

প্রশিক্ষণে উপজেলা উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদ কৃষকদের জন্য আদা, পেঁয়াজ, রসুন, দারুচিনি, তেজপাতাসহ বিভিন্ন মসলা জাতীয় ফসল চাষের কলাকৌশল এবং উন্নত প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। 

তিনি জানান, পাহাড়ের পরিত্যক্ত জমিতে মসলা চাষ করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারবেন। এছাড়া, মসলার উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিক সফলতাও অর্জন করা সম্ভব হবে।

প্রশিক্ষণ চলাকালে বস্তায় আদা ও পেঁয়াজ চাষের পদ্ধতি এবং এ থেকে গৃহস্থালির চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিক লাভের উপায় নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উদ্যানতত্ত্ববিদ আসিফ মাহমুদের সঙ্গে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্যান কর্মকর্তা নাছির উদ্দিন। বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরাও কর্মসূচিতে অংশ নেন এবং প্রশিক্ষণ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

স্থানীয় কৃষকদের উন্নত প্রশিক্ষণ ও পরামর্শ প্রদানের মাধ্যমে পাহাড়ি অঞ্চলে মসলা চাষের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।