শেরপুর শহরের রঘুনাথ বাজারের কোরাইশী কমপ্লেক্সে মোবাইল ফোনের দোকানে চুরি করে পালানোর সময় আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে টহল পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। অভিযুক্তদের কাছ থেকে তিনটি ব্যাগে রাখা ৫৫টি নতুন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং রড কাটার মেশিন উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা যায়, সোমবার রাতে মাহি টেলিকম নামে মোবাইল দোকানটি বন্ধ করে বাড়ি যান মালিক মো. কামারুজ্জামান মিন্টু। রাতের অন্ধকারে চোরেরা কোরাইশী কমপ্লেক্সের প্রধান গেটের তালা কেটে ভেতরে ঢুকে দোকানের শাটারের তালা ভেঙে ১১ লাখ টাকার সমমূল্যের ৫৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে। চুরির পর ব্যাগে ফোনগুলো ভরে পালানোর সময় শহরের টহল পুলিশের একটি দল তাদের আটক করে।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন শেরপুর শহরের শিমুল মিয়া ওরফে শিমুল চোরা (৩০), বাবু (২৯), হৃদয় রহমান (২৫), মো. আক্রাম (৩৫); লক্ষ্মীপুরের রাসেল (২৩); চট্টগ্রামের রিয়াজু (৩৫); কুমিল্লার মো. হোসেন (৩২) ও ইউনুস (৩৫); ঢাকার রানা (৩০) এবং মো. ফারুক (২৪)।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংঘবদ্ধ চক্রের অন্য সদস্যদের খোঁজে তদন্ত চলছে।
মাহি টেলিকমের স্বত্বাধিকারী মো. কামারুজ্জামান মিন্টু জানান, দোকানের চুরি হওয়া ফোনগুলোর মূল্য প্রায় ১১ লাখ টাকা। পুলিশের এই অভিযানে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, এ অঞ্চলে সন্ত্রাস ও চুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতায় এমন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করা হবে।
মতামত