অপরাধ

সন্দ্বীপে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার

সন্দ্বীপে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, রাত ৯:১০

চট্টগ্রামের সন্দ্বীপে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করেছে সন্দ্বীপ থানা পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম খাদেম ওরফে খাদেম হুজুর। তিনি স্থানীয় সন্দ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সন্দ্বীপ থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় সন্তোষপুর ইউনিয়নের মোস্তফা এগ্রো ফার্ম থেকে পাভেল নামের এক ব্যক্তিকে পুলিশ পরিচয়ে অপহরণ করে চাঁদা দাবি করেন অভিযুক্ত ব্যক্তি ও তাঁর সহযোগীরা। ভুক্তভোগী এই ঘটনার জন্য সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার আরেক অভিযুক্তের নাম রাকিব, যিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম নুর ইসলাম ইসন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দ্বীপ থানার এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল। এ প্রেক্ষিতে সন্দ্বীপ থানা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে তথ্য সরবরাহের জন্য অনুরোধ জানায়।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সন্দ্বীপ থানা পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। এই মামলায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।