সারাদেশ

মায়ের শূন্যতা পূরণ করার কারও ক্ষমতা নেই: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

মায়ের শূন্যতা পূরণ করার কারও ক্ষমতা নেই: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:১২

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, আমার প্রিয় ছোটভাই মো. আলী সুমনের মমতাময়ী মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মায়ের শূন্যতা পূরণ করার কারও ক্ষমতা নেই।

তিনি আরও বলেন, মুরব্বী হিসেবে তার বড়ভাই হিসেবে তার পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে আমার।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের বায়তুর রহমান জামে মসজিদের পাশ্বস্থ কবরস্থনে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আলী সুমনের মাতা হোছনারা বেগমের কবর জেয়ারত ও পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য আবু জাফর চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, রাজনীতিবিদ ফিরোজ আহমেদ মেম্বার, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, আমীন উদ্দিন, বিজয় টিভির সিও জুয়েল চৌধুরী, মোজাম্মেল হক, যুবনেতা মাহাবুব, সাবেক ছাত্রনেতা সমাজ সেবক শহীদ চৌধুরী, ওমার ফারুক, আবদুল মান্নান মনি, হাসান বাহাদুর, সৈয়দ মো. তৌহিদুল আলম, মো. জাবেদ, মো. রাশেদ, পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, ছোটন আজম, তসলিম উদ্দিন, শাহাদাত মির্জা, শাহজান সাহিল, রেওয়াজ, রিয়াজ চৌধুরী, নবীদুল আলম, আবুল মনছুর, মো. হোসেন, খোরশেদ, আলমগীর, আবদুর শুক্কুর, নুরুল ইসলাম, রবিউল হোসেন, রিদোয়ান, জসিম মেম্বার, লোকমান, রিমন প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নুর মোহাম্মদ।