সারাদেশ

গোমস্তাপুরে মেডিক্যাল কলেজে চান্স পাওয়া দুজন শিক্ষার্থীকে ইউএনওর সহায়তা

গোমস্তাপুরে মেডিক্যাল কলেজে চান্স পাওয়া দুজন শিক্ষার্থীকে ইউএনওর সহায়তা

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:০৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ও রহনপুর ইউনিয়নের বাসিন্দা দুজন শিক্ষার্থী সদ্য মেডিক্যাল কলেজে ভর্তির জন্য মনোনীত হওয়ায় তাদেরকে আর্থিক সহায়তা করেছেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে শিক্ষার্থী সুমাইয়া ও হাবিবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে তার সাথে সাক্ষাৎ করেন।

এই সাক্ষাৎটি সমন্বয় করেন উপজেলা প্রেসক্লাব, গোমস্তাপুর এর সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমাইয়া খাতুনের শিক্ষাপ্রতিষ্ঠান রহনপুর জ্ঞানচক্র একাডেমির পরিচালক ও রহনপুর মহিলা কলেজের প্রভাষক সারওয়ার হাবিব, হাবিবা খাতুনের শিক্ষা প্রতিষ্ঠান আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল্লাহ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, সাংবাদিক নাহিদ, নুর মোহাম্মদ, ও সুমাইয়ার পিতা মোঃ সাজেমান আলী।

সুমাইয়া রহনপুর ইউনিয়নের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর রহনপুর জ্ঞানচক্র একাডেমী থেকে এসএসসি এবং রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে নওগাঁ মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। তার নম্বর ছিল ৭৫.৭৫ এবং মেধা তালিকায় স্থান ৩৭৭০। সুমাইয়া জানান, কোচিং ছাড়াই নিজে প্রস্তুতি নিয়ে তিনি এই সফলতা অর্জন করেছেন।

অপরদিকে, হাবিবা তার লিভার সিরোসিসে আক্রান্ত পিতা মোঃ মোজাহার বিশ্বাসের বড় সংসারে থেকেও ময়মনসিংহ মেডিক্যাল কলেজে চান্স পেয়েছেন। গতবার চান্স না পাওয়ার পর অনেকে তাকে কটু কথা বললেও হাবিবা হার মানেননি এবং দ্বিগুণ পরিশ্রম করে কৃতকার্য হয়েছেন। হাবিবা আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং রহনপুর মহিলা কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় ২৫৩৭ তম স্থান অর্জন করেছেন।

গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা বলেন, শিক্ষার্থী সুমাইয়া ও হাবিবার ফলাফলে গোমস্তাপুর উপজেলাবাসী গর্বিত। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এ দুজন শিক্ষার্থীর মেডিক্যাল ভর্তি ফি সহ অন্যান্য আনুষঙ্গিক খরচের যোগান দিবে গোমস্তাপুর উপজেলা প্রশাসন। তাদের পাশে সবসময় থাকার বিষয়ে আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি।