দিনাজপুরের নবাবগঞ্জে চাইনিজ পিস্তল এবং দেশীয় ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।
সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উপজেলার কুচদহ আজীবর পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকটি হলো বিপ্লব মিয়া (২৬), সে ওই গ্রামের আহাদ আলীর ছেলে। রাতে তাকে থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, "চাইনিজ পিস্তল ছাড়াও অস্ত্রের অ্যামোনেশন, ছুরি ও রামদা জব্দ করা হয়েছে।" এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
মতামত