সারাদেশ

রাউজান প্রেসক্লাবে বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন ও শীতবস্ত্র বিতরণ

রাউজান প্রেসক্লাবে বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৫৯

চট্টগ্রামের রাউজান প্রেসক্লাবের কার্যালয়ে মঙ্গলবার( ২৮ জানুয়ারি) বর্ষ পঞ্জিকার মোড়ক উন্মোচন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।

অনুষ্ঠানে তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। মানবিক কল্যাণে সাংবাদিকতা উৎসর্গ করাই প্রকৃত সাংবাদিকতা। বিশেষ করে মফস্বলে যারা কাজ করেন তারা সমাজ পরিবর্তনের অগ্রসৈনিক।

রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা, রাউজান থানার অফিসার ইনচার্জ এ কে এম শফিকুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম কিউ সি গ্রুপ অফ কোম্পানীর জেনারেল ম্যানেজার জে এ এম ইকবাল হাসান, হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার, বিএনপি নেতা দিদারুল আলম চেয়ারম্যান, আবুল কাসেম, মোঃ কামাল মিয়া, পেয়ার মোহাম্মদ বাবু প্রমুখ।

শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠানটি শেষ হয়। এতে রাউজান প্রেসক্লাবের সদস্য ও অন্যান্য অতিথিরাও অংশ নেন।