অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৪০

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ একজন যুবক গ্রেফতার হয়েছে।

গ্রেফতার যুবক মনিরুল ইসলাম (২১), চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নের সুজন পাড়া এলাকার দুরুল আলীর ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মঙ্গলবার (২৮ জানুয়ারী) এক প্রেসনোটে জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন আকন্দ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই মাহফুজুর রহমান ও এসআই মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ গতকাল (২৭ জানুয়ারি) সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শাহজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সুজন পাড়া এলাকার একটি আম বাগানে অভিযান চালানো হয়।

অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।