সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলনকে ঘিরে প্রতিবাদে মশাল ও ঝাড়ু মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মেলনকে ঘিরে প্রতিবাদে মশাল ও ঝাড়ু মিছিল

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৩৫ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৩৭

আসন্ন ১ ফেব্রুয়ারী বিএনপির সম্মেলনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা দফায় দফায় প্রতিবাদ মিছিল, মশাল মিছিল এবং ঝাড়ু মিছিল করেছেন। 

গত কয়েকদিন ধরে শহরের মেইন পয়েন্টে এই মিছিলগুলো অনুষ্ঠিত হচ্ছে। এসব মিছিলে কয়েক হাজার নেতাকর্মীও অংশগ্রহণ করেন।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি গোলাম সারওয়ার খোকন বলেন, জেলা বিএনপির নামে একটি কুচক্রী মহল কূটকৌশলের মাধ্যমে এই সম্মেলনের আয়োজন করেছে। আমরা জানাচ্ছি, প্রহসনের সম্মেলন হবে না।

তিনি আরো বলেন, দলের ত্যাগী এবং নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে সম্মেলন করার চেষ্টা করা হচ্ছে এবং ভুয়া ভোটার তালিকা প্রস্তুত করে কাউন্সিল করার পাঁয়তারা চলছে। আমরা এই সম্মেলন মেনে নেব না। প্রতিদিন সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

যুবদল নেতা মুনির হোসেন বলেন, অশুভ শক্তি সম্মেলন করতে চায়। আমরা কোনো অবস্থাতেই এই সম্মেলন করতে দেব না। আমরা সম্মেলন প্রতিহত করব, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি।

এছাড়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মুমিনুল হক, আলী আজম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, যুবদল নেতা মনির হোসেন, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীদের বিরোধিতার কারণে সেটি স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ১৮ জানুয়ারি পুনরায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হলে দুই পক্ষের সমঝোতা না হওয়ায় তা আবারও স্থগিত করা হয়। অবশেষে ১ ফেব্রুয়ারি তৃতীয়বারের মতো সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়, যা এখন বঞ্চিত নেতাকর্মীদের আন্দোলনের কারণ হয়ে দাঁড়িয়েছে।