সারাদেশ

রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট: রহনপুরে আটকা পড়েছে যাত্রী ও মালবাহী ট্রেন

রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট: রহনপুরে আটকা পড়েছে যাত্রী ও মালবাহী ট্রেন

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৪:৩২

সারাদেশে রেলওয়ের রানিং স্টাফদের চলমান কর্মবিরতির কারণে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে একটি যাত্রীবাহী এবং একটি ভারতীয় মালবাহী ট্রেন আটকা পড়েছে। মঙ্গলবার রহনপুর রেলস্টেশন সরেজমিনে পরিদর্শন করার সময় এই তথ্য পাওয়া যায়। স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে ছিল এবং স্টেশনে ভারত থেকে আমদানি করা একটি পণ্যবাহী ট্রেনও থমকে দাঁড়িয়ে ছিল।

মধ্যরাতে ট্রেন চলাচল বন্ধের খবর অনেকের কাছে পৌঁছায়নি, ফলে ভোরে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন ধরতে আসা যাত্রীরা ফিরে যেতে বাধ্য হন।

রহনপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মামুনুর রশীদ জানিয়েছেন, ট্রেন চলাচল বন্ধের বিষয়টি যাত্রীদের মাইকিংয়ের মাধ্যমে অবহিত করা হচ্ছে। এ ছাড়া, যেসব যাত্রী মঙ্গলবারের অগ্রিম টিকেট কেটেছিলেন, তাদের অর্থ ফেরত দেয়া হয়েছে।

প্রসঙ্গত, রহনপুর রেলস্টেশন থেকে প্রতিদিন ৫টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে থাকে।