মধ্যরাতে ট্রেন চলাচল বন্ধের খবর অনেকের কাছে পৌঁছায়নি, ফলে ভোরে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন ধরতে আসা যাত্রীরা ফিরে যেতে বাধ্য হন।
রহনপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মামুনুর রশীদ জানিয়েছেন, ট্রেন চলাচল বন্ধের বিষয়টি যাত্রীদের মাইকিংয়ের মাধ্যমে অবহিত করা হচ্ছে। এ ছাড়া, যেসব যাত্রী মঙ্গলবারের অগ্রিম টিকেট কেটেছিলেন, তাদের অর্থ ফেরত দেয়া হয়েছে।
প্রসঙ্গত, রহনপুর রেলস্টেশন থেকে প্রতিদিন ৫টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে থাকে।
মতামত