সারাদেশ

ভোলায় প্রযুসের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভোলায় প্রযুসের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৪:২৯

ভোলায় সেচ্ছাসেবী সংগঠন প্রশিক্ষিত যুব সংঘ (প্রযুস) তাদের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত সফলভাবে উদযাপন করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ, এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. এনামুল হক মাষ্টার, যিনি ভোলা জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াছ মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন বিপ্লব, সাবেক সচিব এবং কাচিয়া ইউনিয়ন পরিষদের কর্মকর্তা মো. আব্দুল হাদিস মিয়া। এছাড়া ধনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান লাভলু হাওলাদার এবং ইলিয়াছ মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিন হেলালও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিশিষ্ট সমাজসেবক এবং তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব মো. জাহিদ হাওলাদার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রশংসনীয় বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রযুসের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানের পরিচালনা করেন প্রযুসের প্রতিষ্ঠাতা এবং পরিচালক মো. ইসমাইল হোসেন মুন্না।

আলোচনা সভার পর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়। অতিথিরা তাদের বক্তব্যে প্রশিক্ষিত যুব সংঘের সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান।

প্রযুস দীর্ঘ নয় বছর ধরে ভোলার যুবসমাজের উন্নয়ন এবং সেবামূলক কার্যক্রমের মাধ্যমে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনটি স্থানীয় জনগণের মধ্যে উন্নয়নমূলক কাজের প্রসার ঘটিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে।