ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী হাসামদিয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শম্ভু নাথ দাস অবসরে যাওয়ায় তাকে বিদায় জানানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে এক বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে সসম্মানে বিদায় জানানো হয়।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুবুর রহমান, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য এবং বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম খন্দকার।
এছাড়া উপস্থিত ছিলেন চতুল ইউনিয়ন যুবদল নেতা ও প্রাক্তন ছাত্র হাসান মোল্লা, প্রাক্তন ছাত্র মোঃ তন্ময় সরদার এবং ফরিদপুর জেলা প্রতিনিধি সাংবাদিক ও প্রাক্তন ছাত্র শরীফ মোঃ হারুনূর রশিদ।
বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে ফুলের মালা দিয়ে প্রিয় শিক্ষকের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে। প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সদস্য ও উপস্থিত সকলে শম্ভু নাথ দাসের দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন এবং তার অবসর জীবনের জন্য শুভকামনা জানান।
বিদায়ের এই স্মৃতিময় মুহূর্তে শিক্ষক, শিক্ষিকা, প্রতিষ্ঠানের কর্মচারী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানটি ছিল বিদায়ী শিক্ষককে তার অবদানের প্রতি সম্মান জানানোর একটি অনন্য উদাহরণ।
মতামত