সারাদেশ

জয়পুরহাটে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জয়পুরহাটে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:২৮

জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রায় ২০০ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে গোপালপুর খেলার মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম সামস মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন মাস্টার, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ আহম্মেদ, এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান হোসেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে দেশের মানুষের অধিকার রক্ষা করতে হবে। তারা উপস্থিত সবার প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।