সারাদেশ

লংগদু উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকবিরোধী কঠোর বার্তা

লংগদু উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকবিরোধী কঠোর বার্তা

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:২২

লংগদু উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, গাঁথাছড়া বাইতুশরফ কমপ্লেক্সের সুপার মো. ফোরকান আহমেদ, লংগদু ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হেলাল উদ্দিন, সাত ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সভায় অংশ নেন।

সভায় লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক বাংলাদেশের জাতীয় জীবনের অন্যতম মারাত্মক সমস্যা। এটি শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আমরা মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছি। যারা মাদকের সঙ্গে জড়িত তাদের প্রতিহত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার পাশাপাশি মাদক, সন্ত্রাস এবং অন্যান্য সামাজিক সমস্যা প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।