সারাদেশ

কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:২০

কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ফিতা কেটে এবং রঙিন বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির প্রফেসর মোহাম্মদ রমজান আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং চেম্বারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই মেলা কিশোরগঞ্জের শিল্প, বাণিজ্য এবং উদ্যোক্তা কার্যক্রমের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেলায় স্থানীয় পণ্য প্রদর্শনী, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের জন্য বিক্রয় এবং সংযোগ তৈরির সুযোগ থাকবে।