বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যানতত্ত্ব ফার্মের গাজর মাঠে সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০:৩০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত কৃষকদের জন্য মাঠ দিবস এবং গাজর ও টমেটো উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে এস.সি.বি. প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউরেস পরিচালক প্রফেসর ড. মোঃ হাম্মাদুর রহমান। এস.সি.বি. প্রজেক্টের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশীদ সঞ্চালন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মাসুম আহমাদ। কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন আব্দুল কাদির জিলানী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া গাজর ও টমেটো চাষে এই প্রকল্পের গবেষণার প্রশংসা করেন। তিনি কৃষি খাতে গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, এটি বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি গাজরের ব্যবহার বাড়ানোর জন্য স্কুল-কলেজে গাজরের সালাদ চালু করার প্রস্তাব দেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোঃ হাম্মাদুর রহমান গাজর ও টমেটোর চাষকে অধিক লাভজনক উল্লেখ করে চাষিদের এই ফসল উৎপাদনে উৎসাহিত করেন।
এই কর্মশালায় ৩৫ জন কৃষক-কৃষাণী, উদ্যানতত্ত্ব বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের ১০ জন শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মতামত