সারাদেশ

শেরপুর সদর থানাধীন চরবাবনা ঘোনাপাড়ায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুর সদর থানাধীন চরবাবনা ঘোনাপাড়ায় বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:১৬

শেরপুর সদর থানাধীন চরবাবনা ঘোনাপাড়ায় "বিট পুলিশিং সফল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি" স্লোগান নিয়ে সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে সচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় চরমোচারিয়া ইউনিয়নের ৫০ নং কামারেরচর বাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

সভায় পুলিশ সুপার মহোদয় উপস্থিত সুধীজন, স্থানীয় জনগণ এবং বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। তিনি সমাজ থেকে মাদক, জুয়া, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিংসহ অন্যান্য অপরাধ দমনে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

পুলিশ সুপার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। তিনি জনগণকে যে কোনো অপরাধের তথ্য জেলা পুলিশের হটলাইন, ৯৯৯ অথবা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে জানানোর আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম। এছাড়াও সভায় স্থানীয় সুধীজন, শিক্ষক, শিক্ষার্থী, ধর্মীয় নেতা এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

পুলিশি সেবাকে জনগণের কাছে পৌঁছে দিতে এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই বিট পুলিশিং সভা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।