অপরাধ

ময়মনসিংহে ৪০ কেজি গাঁজা ও নোহা গাড়িসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে ৪০ কেজি গাঁজা ও নোহা গাড়িসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:১২ আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, বিকাল ৩:১৪

মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহে গাঁজা ও একটি নোহা গাড়িসহ মো. জাবেদ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২৮ জানুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। কোতোয়ালি মডেল থানার শম্ভুগঞ্জ রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. জাবেদ মিয়াকে ৪০ কেজি গাঁজা, একটি নোহা গাড়ি এবং একটি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. জাবেদ মিয়া (৩০) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ডুলনা এলাকার বাসিন্দা। তিনি একাধিক মাদক মামলার আসামি বলে জানা গেছে। অভিযানের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলে মাদক নির্মূলে কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে।