শিক্ষাঙ্গন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে রংধনু মডেল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে রংধনু মডেল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণ

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, সকাল ১০:৪৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন আরও জোরালো হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এবার আন্দোলনে যোগ দিয়েছে রংধনু মডেল স্কুলের শিক্ষার্থীরাও।

দীর্ঘ আট বছর আগে প্রতিষ্ঠিত হলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৭ জানুয়ারি) রংধনু মডেল স্কুলের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দিয়ে জানায়, এটি শাহজাদপুরের মানুষের প্রাণের দাবি। আমরা শাহজাদপুরবাসীর পক্ষ থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। আশা করি, দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হবে।

এ প্রসঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার বলেন, শিক্ষার্থীদের দাবি একেবারে যৌক্তিক। সংশোধিত ডিপিপি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাধ্যমে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আগামী ২৮ জানুয়ারি মন্ত্রণালয়ের সভায় অর্থ বরাদ্দ অনুমোদনের সম্ভাবনা রয়েছে। বরাদ্দ পেলেই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থী ও স্থানীয় মানুষ। এর ফলে পুরো শহর এখন আন্দোলনের উত্তাপ ছড়াচ্ছে।