সারাদেশ

কাউনিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

কাউনিয়ায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, সকাল ১০:৩৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় লিফলেট বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) রাতে বাসস্ট্যান্ড মোড়ে উপজেলা জিয়া মঞ্চ এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক এম এম মিঠুন, সদস্য সচিব সাকিল মিয়া, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম আপেল, এবং কাউনিয়া উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব এস আর সোহেলসহ জিয়া মঞ্চের অন্যান্য নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা একটি কার্যকর পরিকল্পনা। এটি বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।