অপরাধ

রংপুরে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর আটক

রংপুরে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর আটক

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, সকাল ১০:৩৬

রংপুরের কাউনিয়ায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরকে আটক করেছে পুলিশ। 

রবিবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ (বকুলতলা) গ্রামে এ ঘটনা ঘটে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, হারাগাছ ইউনিয়নের নাজিরদহ নামা চরের বাসিন্দা মৃত কেন্দু শেখের ছেলে মো. আব্দুস সালাম তার ছেলে আলমগীর হোসেনের অনুপস্থিতির সুযোগে পুত্রবধূর ঘরে প্রবেশ করে তাকে কুপ্রস্তাব দেন এবং স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পুত্রবধূ চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে আব্দুস সালামকে আটক করে এবং ৯৯৯-এ কল দেয়।

সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শ্বশুর আব্দুস সালামকে জনতার কাছ থেকে আটক করে এবং ভুক্তভোগী পুত্রবধূকে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় অভিযুক্তের ছেলে মো. আলমগীর হোসেন তার স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে পিতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, অভিযুক্ত আব্দুস সালামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পুত্রবধূর জবানবন্দি গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।