সারাদেশ

কাউনিয়ায় শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ

কাউনিয়ায় শীতার্তদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ

প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৫, সকাল ১০:৩০

অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ করেছেন শহীদবাগ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই সরকার।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চর এলাকায় তার নিজস্ব তহবিল থেকে প্রায় ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতার্তদের সাহায্যে এই উদ্যোগ গ্রহণের সময় উপস্থিত ছিলেন শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মণ্ডল, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু মিয়া, এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি নেতৃবৃন্দ জানান, এই উদ্যোগ শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট কিছুটা লাঘব করবে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও নেওয়া হবে।