ছবি : মুন টাইমস
নীলফামারীর ডোমারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার উপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. হৃদয়ের বিরুদ্ধে। তার শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রেল গেট সংলগ্ন প্রধান সড়কে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়। অভিযুক্ত মো. হৃদয় বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনাপাড়া এলাকার ছাবেদ আলীর ছেলে।
আহত ফজলে রাব্বি জানান, রবিবার রাতে নাইট টুর্নামেন্ট শেষে কাজীপাড়ায় নিজ বাড়ি ফেরার পথে হৃদয় তাকে অতর্কিত আক্রমণ করে। লাঠি দিয়ে আঘাত করলে তার পায়ে মারাত্মক জখম হয়। চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে হৃদয় পালিয়ে যায়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হৃদয়ের পরিবারের দাবি, রাব্বি দীর্ঘদিন ধরে তাদের এক সদস্যকে উত্ত্যক্ত করছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই বিরোধ শুরু হতে পারে।
ডোমার থানার ওসি আরিফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। আজ (সোমবার) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীরা হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছে।
মতামত