সারাদেশ

তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন

তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন

প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৫, রাত ১০:২৩

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন ২৭ জানুয়ারি (সোমবার) বেলা ২টায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয়। 

এ কমিটিতে আঃ মালেক আর্মি সভাপতি হিসেবে এবং জাহাঙ্গীর আলম মাস্টার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি হিসেবে তৌকির আহমেদ শাহিন, সহসভাপতি হিসেবে দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি ফজলে এলাহী ঢালী, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার জেলা প্রতিনিধি মফিজ উদ্দিন তালুকদার, কোষাধ্যক্ষ হিসেবে মোঃ শহিদুল্লাহ খান, এবং সম্মানিত সদস্য হিসেবে স্বপ্নীল বাংলাদেশ পত্রিকার সম্পাদক সেলিনা কবিরের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা সরকারি কলেজের প্রভাষক ড. মোঃ মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনোয়ার সাদেক তালুকদার, তারাকান্দা প্রেস ক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক মোঃ রফিক বিশ্বাস, এবং তারাকান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক নাজমুল হক।

সম্মেলনটির সঞ্চালনা করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম (মাস্টার)। সম্মেলনে বক্তৃতা করেন প্রধান অতিথি ড. মোখলেছুর রহমান, বিশেষ অতিথি আনোয়ার সাদেক তালুকদার, সাংবাদিক রফিক বিশ্বাস, সাংবাদিক নাজমুল হক, ফজলে এলাহী ঢালী, মফিজ উদ্দিন তালুকদার, হুমায়ুন কবির প্রমুখ।

এ সময় উপজেলা এলাকার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।