ছবি : রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সালথায় জিয়া মঞ্চের লিফলেট বিতরণ
ফরিদপুরের সালথায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সালথা উপজেলা জিয়া মঞ্চের নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছে।
সোমবার (২৭ জানুয়ারি) জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলার সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক, মুদি দোকান, মার্কেট, চায়ের দোকান, ভ্যানচালক, অটোচালক এবং সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে এই লিফলেট তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলা হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে অবাধ নির্বাচনে জয়ী হলে, গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা হবে এবং রূপরেখা বাস্তবায়ন করা হবে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চ সালথা উপজেলা শাখার আহবায়ক ফরিদ হোসাইন, সদস্য সচিব খোকন মাতুব্বর, যুগ্ম আহবায়ক ইয়াসিন মোল্যা, হাফিজুর রহমান, সাখাওয়াত হোসেন, রাকিবুল ইসলাম, রাজিব মোল্যা, বাচ্চু মাতুব্বর, সদস্য মাসুদ মোল্যা, সোহেল শেখ।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম, মিরান হোসাইন, বালাম হোসেন প্রমুখ।
বক্তরা আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত দেড়দশক ধরে দেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি করেছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।
মতামত