সারাদেশ

ময়মনসিংহে তারুণ্যের শক্তি ও বিজয়ের উল্লাসে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

ময়মনসিংহে তারুণ্যের শক্তি ও বিজয়ের উল্লাসে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৮:০৭

ময়মনসিংহে "বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে" শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা পরিষদ এর শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে ময়মনসিংহ জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার।

প্রধান অতিথি তরুণদের উদ্দেশ্যে বলেন, আজকের তারুণ্যই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। দেশের যে কোনো পরিবর্তন এবং উন্নয়নে তরুণদের ভূমিকা অতীতেও গুরুত্বপূর্ণ ছিল, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আপনাদের সক্রিয় অংশগ্রহণই আমাদের দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি।

আলোচনা সভায় ময়মনসিংহ জেলার ১৩ উপজেলায় এইচপিভি টিকা প্রদান কার্যক্রমে অংশ নেওয়া ১৩২ জন শিক্ষার্থী ভলান্টিয়ারকে সনদপত্র প্রদান করা হয়।

সভাপতি মীর আকরাম উদ্দিন আহাম্মদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে গুরুত্বপূর্ণ কাজে অংশ নিয়ে সম্মাননা অর্জন করেছেন, তা সহজ ছিল না। তারুণ্যের শক্তি ও অঙ্গীকারের মাধ্যমেই এই কাজ সফল হয়েছে। ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে একই ধরণের নিষ্ঠা এবং প্রতিজ্ঞার সঙ্গে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি, ইউনিসেফ প্রতিনিধি আমানুল্লাহ, ময়মনসিংহ আনন্দমোহন কলেজের সহযোগী অধ্যাপক এ কে এম শামসুজ্জামান, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিগণ।