সারাদেশ

দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৭:৫৫

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ির হাটে উপসচিব শওকত আলীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় এই মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, এবং এলাকাবাসী অংশ নে

উপসচিব শওকত আলী, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট), রাজধানীর চকবাজারে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শেষে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। এসময় তার গাড়ি ভাঙচুর এবং তাকে প্রাণনাশের চেষ্টা করা হয়।

বক্তারা অভিযোগ করেন, শওকত আলী একজন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে বিসিএস ক্যাডারে যোগদানের পর থেকেই দক্ষতার প্রমাণ রেখে চলেছেন। দীর্ঘদিন তানোর উপজেলার ইউএনও হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে উপসচিব পদে উন্নীত হন তিনি। দুর্বৃত্তদের এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম শাহেদুল আলম বিশ্বাস পলাশ, দেবীনগর ডিয়ার উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ জনার রুহল আমিন, দেবীনগর দ্বিমুখে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, দেবীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, এবং আল-মাদ্রাসা তুস সালাফিয়ার প্রিন্সিপাল জনাব শফিকুল ইসলাম। 

এছাড়াও ছিলেন সমাজসেবক মাইনুল ইসলাম, জহুরুল ইসলাম, আরব আলী, নূর মোহাম্মদ, শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী, এবং এলাকার সাধারণ মানুষ।

মানববন্ধনে বক্তারা দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।