ময়মনসিংহ পুলিশ লাইনসে জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শনে গমন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমান। এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সমন্বয়ে গঠিত ৮টি কন্টিনজেন্ট, পতাকাবাহী দল এবং ঐতিহ্যবাহী বাদক দলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন তিনি।
ডিআইজি প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের ডিসিপ্লিন, ফিটনেস, টার্ন আউট এবং দক্ষতা মূল্যায়ন করেন। তাদের মধ্যে যারা বিশেষভাবে চৌকস ছিলেন, তাদের পুরস্কৃত করা হয়। তিনি প্যারেডের প্রশংসা করে উপস্থিত অফিসার এবং ফোর্সের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরিদর্শন শেষে ডিআইজি সরেজমিনে রিজার্ভ অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি রিজার্ভ অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল এবং মোটরযান শাখার গুরুত্বপূর্ণ রেজিস্টারসহ কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন। পর্যবেক্ষণ শেষে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
ডিআইজি-এর সঙ্গে এসময় ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত