জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গরীব, দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার মাতাইশ মঞ্জিল মানব সহায়ক কেন্দ্র (এমএসকে) এর প্রধান কার্যালয়, শালপাড়া বাজার এবং ধলাহার ইউনিয়নের জামতলা বাজারে প্রায় ২০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
মানব সহায়ক কেন্দ্রের (এমএসকে) উদ্যোগে ও জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়, ঢাকার সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, চকবরকত ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, ধলাহার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম সাবু মাস্টার, এবং মানব সহায়ক কেন্দ্রের সভাপতি মোঃ মেহেরুল আলম ও রাসেল।
মতামত