সারাদেশ

গড়ার সময় সংঘর্ষ এড়িয়ে ধৈর্যের আহ্বান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের

গড়ার সময় সংঘর্ষ এড়িয়ে ধৈর্যের আহ্বান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের

প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৩৮ আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬:৫৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এখন দেশ গড়ার সময়। সংঘর্ষে জড়িয়ে পড়া কারও জন্য শুভকর নয়। বিশেষ করে ছাত্র সমাজের ওপরে আমাদের অনেক ভরসা। তারা যেন গণতন্ত্রের পথে যাত্রার সুযোগ কাজে লাগায়।

সোমবার (২৭ জানুয়ারি) ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটের ৫৫তম পরিচালনা বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের বিষয় নিয়ে সরকারি সংস্থা তদন্ত করছে। এ ধরনের ঘটনা উসকানিমূলক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা সকলকে ধৈর্য ধরার আহ্বান জানাই।

গণতন্ত্রের পথে যাত্রা সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, কোনো অসহিষ্ণু আচরণের জন্য এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।

নদী বিষয়ক সমস্যার প্রসঙ্গে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, দেশে বহু নদী নাব্যতা সংকটসহ নানা কারণে বিপন্ন। নদী গবেষণা ইনস্টিটিউটের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দের প্রয়োজন। গবেষণার জন্য সরকারকে সহযোগিতার হাত বাড়াতে হবে।

তিনি আরও বলেন, ‘নদী থেকে বালু উত্তোলন এবং প্রভাবশালীদের দখলদারিত্ব বড় সমস্যা। সরকারের উচিত এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া।’ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাঁধ সংক্রান্ত জটিলতাগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও আশ্বাস দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ সচিব মো. নাজমুল হাসান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. ইউসুফ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তাহমিদুল ইসলাম, নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হোরায়রা, ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, ফরিদপুর পুলিশ সুপার আব্দুল জলিলসহ অন্যান্য কর্মকর্তারা।