ছবি : মুন টাইমস
‘সবাই মিলে কাজ করি, কুষ্ঠ-যক্ষ্মা নির্মূল করি’ এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে কুষ্ঠ ও যক্ষ্মা রোগী অনুসন্ধান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে ডোমার উপজেলার পাংগা মহটকপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারীর নেতৃত্বে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) হাবিবুর রহমান এবং সংশ্লিষ্ট ইউনিয়নের স্বাস্থ্য সহকারী, আরএইচপি ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারবৃন্দ।
উদ্বোধনী সভায় গ্রুপভিত্তিক দল গঠন করে বাড়ি বাড়ি গিয়ে কুষ্ঠ ও যক্ষ্মা রোগী অনুসন্ধানের নির্দেশনা দেওয়া হয়। এতে নারীদের পাশাপাশি পুরুষ রোগীদেরও চিহ্নিত করতে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়। কর্মসূচির উদ্দেশ্য কুষ্ঠ ও যক্ষ্মার প্রাথমিক শনাক্তকরণের মাধ্যমে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা।
মতামত