চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কাটগড় গোলাম নবী উচ্চ বিদ্যালয়ে সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম বখতিয়ারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. আকতার হোসেন (ভেন্ডর), মো. জামসেদ, সহকারী প্রধান শিক্ষক মো. বেলাল, মামুন উদ্দিন ফিগো, সিনিয়র শিক্ষক নিতাই মজুমদার, মো. মেহেদী, এবি কলেজের অধ্যাপক মো. আফসার, শিক্ষক মো. আলী, সাংবাদিক মো. মোজাম্মেল, শিক্ষক এ এস এম সাইফুল ইসলাম, ডা. মো. নিজাম, এবং মিঠুন সিনহা প্রমুখ।
প্রধান শিক্ষক শামিম বখতিয়ার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রজীবন অত্যন্ত মূল্যবান একটি সময়। এই সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। আজকের ছাত্ররাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের আগামীর জন্য প্রস্তুত করতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও সম্মানবোধ বজায় রাখার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে তাদের প্রতিভা প্রদর্শন করে।
মতামত