সারাদেশ

লালপুরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

লালপুরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৫, বিকাল ৫:৪৭

নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম, লালপুর থানার ওসি (তদন্ত) মোমিনুজ্জামান, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর এরিয়া অফিসের ডিজিএম রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন এবং মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম।

সভায় আরো উপস্থিত ছিলেন আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, ২ নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হাসান মুক্তি এবং সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু।

বক্তারা স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে মতবিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।