নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভূমিহীনদের জন্য বন্দোবস্তকৃত ভূমি বুঝিয়ে দেয়ার বিষয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মানববন্ধন করেছে ভূমিহীন পরিবারগুলো।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শতাধিক ভূমিহীন ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। তাঁরা সরকারের কাছে দাবি জানান, ভূমিহীনদের জন্য নির্ধারিত ভূমি দ্রুত বুঝিয়ে দেয়া হোক এবং এ বিষয়ে চলমান ষড়যন্ত্র বন্ধ করা হোক।
বক্তারা বলেন, বন্দোবস্তকৃত ভূমি যদি ভূমিহীনদের মাঝে সঠিকভাবে বণ্টন করা হয়, তাহলে তাদের জীবনযাত্রার উন্নয়ন সম্ভব। কিন্তু কিছু অসাধু চক্র এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এতে উপস্থিত ছিলেন ভূমিহীন পরিবারবর্গের সভাপতি কিছমত উল্ল্যাহ মাঈন উদ্দিন লিলনসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা একযোগে স্লোগান দিয়ে এই ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা সরকারের কাছে আহ্বান জানান, ভূমিহীনদের অধিকার নিশ্চিত করতে এবং তাদের বন্দোবস্ত ভূমি দ্রুত বুঝিয়ে দিতে কার্যকর পদক্ষেপ নেয়া হোক।
মতামত