সিরাজগঞ্জের তাড়াশে নারী উদ্যোক্তাদের উন্নয়নে উদ্ধুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণার্থীদের ভাতার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা রবিন্দ্রনাথ চন্দ্র, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ এবং প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা ইমরান হোসেন সোহাগ।
কর্মশালায় উল্লেখ করা হয়, প্রকল্পের আওতায় ইতোমধ্যে ২,২০০ নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং আরও ২৫০ নারীর প্রশিক্ষণ চলমান রয়েছে। এই প্রশিক্ষণের ফলে ২৪০ থেকে ২৫০ জন নারী সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। নবম ও দশম ব্যাচের ৫০ জন নারীর মধ্যে ভাতার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ১৬ জন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, এই প্রকল্প তাদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
মতামত