"মানবতার টানে ভয় নেই রক্তদানে" এবং "তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ"—এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নে অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। হৃদয়ে নান্দাইল নামক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এটি পঞ্চমবারের মতো আয়োজন করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টায় দারুত তাক্বওয়া ফাউন্ডেশনের আয়োজনে পূর্ব দরিল্লা বাজার সংলগ্ন ইসলামী সম্মেলনের মাঠ প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের নেতৃত্ব দেন হৃদয়ে নান্দাইল-এর এডমিন আবু ইউসুফ সোহাগ। টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের এডমিন মুজাহিদুল ইসলাম ইয়ামিন। আয়োজনে স্থানীয় মানুষদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেছেন।
উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন দারুত তাক্বওয়া ফাউন্ডেশনের সদস্য মাহাদী হাসান জাবালী, হৃদয়ে নান্দাইল-এর এডমিন সজল শেখ রাজু, সদস্য কামরুজ্জামান রানা, তামিম হাসান তুষার, এবং মেহেদী হাসান মিম্মান।
এই উদ্যোগে স্থানীয় যুবসমাজের মধ্যে মানবতার কল্যাণে কাজ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে মত দিয়েছেন আয়োজকরা। তারা জানিয়েছেন, ভবিষ্যতে এমন আরও কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
মতামত