সারাদেশ

সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ছাত্রশিবির সভাপতির বার্তা

সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ছাত্রশিবির সভাপতির বার্তা

প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৫, দুপুর ১:২২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে রবিবার (২৬ জানুয়ারি) রাতে নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় সংঘর্ষের পর দেশজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা। 

এই প্রেক্ষাপটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে দেওয়া পোস্টে তিনি লিখেছেন: যেকোনো কর্তৃপক্ষ থেকে দায়িত্বশীল আচরণই কাম্য। এখানে আবেগ কিংবা রাগ-ক্ষোভের জায়গা নেই। সবাইকে এটা মনে রাখা উচিত, চেয়ার কিংবা পদ মানেই জবাবদিহিতার মানসিকতা। সাত কলেজ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহের দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। আলোচনার টেবিল, ধৈর্য্য ও প্রজ্ঞা হোক সমাধানের প্রধানতম উপায়। হটকারি চিন্তা ও কর্ম কখনোই ব্যক্তি ও রাষ্ট্রের জন্য কল্যাণকর হয় না।

সংঘর্ষের পর রাত সাড়ে তিনটার দিকে নীলক্ষেত মোড়ে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে আজ সোমবার সকাল ৯টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাবসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধের ঘোষণা দেওয়া হয়।

সাত কলেজের শিক্ষার্থীরা তাদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিচারের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

ছাত্রশিবির সভাপতির পোস্টে আলোচনার মাধ্যমে সমাধানের তাগিদ দেওয়া হয়। নেতিবাচক পদক্ষেপ এড়িয়ে ইতিবাচক ও সুষ্ঠু পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার এই বার্তাটি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।